অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই) বিভাগের অ্যালামনাইদের প্রথম রিইডনিয়ন (সিইএসআর) আজ শনিবার সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় রুয়েট ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালী আয়োজনের মধ্যে দিয়ে রিইউনিয়নের দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। র্যালীর নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। র্যালী শেষে অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামীমুর রহমান।
পরবর্তীতে অডিটোরিয়ামে গ্রাজুয়েটদের স্মৃতিচারণ, স্পন্সর সেশন, গ্লাস এন্ড সিরামিক অ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠনের জন্য সাধারণ সভা, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক্যাল কনসার্ট।
বার্তা প্রেরক-
স্বাক্ষরিত/-
উপ-পরিচালক
জনসংযোগ দপ্তর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়