Event Details

রুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং  ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প, ইউজিসি এর যৌথ উদ্যোগে “রাইটিং এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল” শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হোমায়রা।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।